Surprise Me!

Black Magic| ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক|জানুন অজানা রহস্য যা আজো জানা জায়নি।

2017-09-25 3 Dailymotion

সভ্যতার আদি থেকেই জাদুবিদ্যা আর জাদুকর বিষয়ে মানুষের প্রচণ্ড রকম আগ্রহ। জাদুবিদ্যা মূলত অতিন্দ্রিয় আর প্রাকৃতিক শক্তিকে বশ করার বিদ্যা! ইংরেজি ম্যাজিক শব্দের উদ্ভব হয়েছে ফার্সি শব্দ মাজি থেকে! মাজিরা যেসব ক্রিয়া-কর্ম পালন করত, গ্রিকরা সেসব ম্যাজিক বলে অভিহিত করতেন! আর ম্যাজিকের সঙ্গে আত্মা বা ভূতের বিষয়টি চলে আসে অনিবার্যভাবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভূত হলো এমন এক জিনিস, যা মৃত ব্যক্তির আত্মা। আর তা জীবিত ব্যক্তির সামনে দৃশ্য আকার ধারণ বা অন্য কোনো উপায়ে আত্দপ্রকাশ করতে সক্ষম। ভৌতিক অভিজ্ঞতায় ভূতকে নানাভাবে বর্ণনা করা হয়েছে। অজানা রহস্য সম্পূর্ন ভাবে আজো জানা জায়নি।কখনো অদৃশ্য বা অস্বচ্ছ বায়বীয় আবার কখনোবা বাস্তবসম্মত স্বপ্রাণ মানুষ বা জীবের আকারে। এসব ভূত বা প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে ভবিষ্যদ্বাণী বা কোনো কাজ করার বিদ্যাকে ব্ল্যাক ম্যাজিক, নেক্রোম্যান্সি বা কালো জাদু বলে। অন্যদিকে এক ধরনের বিশেষ ব্ল্যাক ম্যাজিক হচ্ছে ভুডু।অজানা রহস্য সম্পূর্ন ভাবে আজো জানা জায়নি। ভুডুবিদ্যার সাহায্যে নাকি কবরের লাশ জ্যান্ত করে তাকে গোলামের মতো খাটানো যায়। পুতুলের গায়ে সুচ ফুটিয়ে আরেক জায়গায় এক ব্যক্তিকে হত্যা করছে কিংবা অন্য কোনো উপায়ে ক্ষতি করার চেষ্টা করছে। বাংলায় একে ফুঁক দেওয়া, কবজ করা অথবা বাণ মারা বলে।অজানা রহস্য সম্পূর্ন ভাবে আজো জানা জায়নি।রাজি না থাকলে তাবিজ করা হত। এ ধরনের ঘটনা যারা ঘটায় তাদের ওঝা বলে। আর এ প্রক্রিয়াটিই বিশ্বব্যাপী ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নামে পরিচিত। \r<br>ব্লাক ম্যাজিকের অজানা রহস্য সম্পূর্ন ভাবে আজো জানা জায়নি।\r<br>\r<br>ღღღღღღআমাদের অন্য ভিডিও গুলো দেখুন নিচ থেকেღღღღღ\r<br>\r<br>☣ পৃথিবীর সবচেয়ে অদ্ভূত ও অমীমাংসিত সাগরের রহস্য| ড্রাগন ,বারমুডা ট্রায়াঙ্গেল ও আর্কটিক সাগরের রহস্য HD\r<br>➳➳➳\r<br>\r<br>☣ রহস্যময় রংধনুর পাহার| মুগ্ধ আপনাকে হতেই হবে| সৃষ্টির অপার বিস্ময় নিজ চোখে দেখে নিন।HD\r<br>➳➳➳\r<br>\r<br>☣ মেয়েদেরকে মুসলমানি করানো হয় যে সমাজে | উন্মোচিত হল ভয়ংকর তথ্য। HD\r<br>➳➳➳\r<br>\r<br>☣ যৌন উত্তেজনা যখন মৃত্যু দূত। সময় থাকতে সতর্ক হোন। শুধু মাত্র প্রাপ্ত বয়স্কদের জন্

Buy Now on CodeCanyon